August 14, 2020, 10:44 am

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে ইয়াবাসহ যাত্রী আটক

আলমগীর ইসলামাবাদী
বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীন রুটে চলাচলকারী ইউএস বাংলার একটি ফ্লাইটের এক যাত্রী থেকে ১ হাজার ৮ শ’ পিচ ইয়াবা উদ্ধার করেছে বিমান বন্দরের নিরাপত্তা কর্মীরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিএস১০৮ ফ্লাইটের যাত্রী শহীদুল ইসলামের লাগেজ তল্লাশি করে এসব ইয়াবা পাওয়া গেছে।
আটক শহীদুল কক্সবাজার জেলার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার সারওয়ার-ই-জামান।
তিনি দেশ দুনিয়া নিউজকে জানান,স্ক্যানিংয়ের সময় ওই যাত্রীর সঙ্গে বহনকরা ব্যাগটিতে সন্দেহজনক কিছু থাকার বিষয়ে নিশ্চিত হয় বিমানবন্দরের কর্মকর্তারা। পরে ব্যাগ তল্লাশি করে নয়টি পুটলিতে থাকা ১৮০০ পিচ ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

     এই বিভাগের আরও খবর

ফেসবুক পেইজ