August 14, 2020, 10:32 am

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল

  • মুহাম্মাদ দেলোয়ার হুসাইন
  • স্টাফ রিপোর্টার

১৪৪১ হিজরী সনের পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম ।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।
ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

আগামীকাল চাঁদ দেখা গেলে আগামী ৩১ জুলাই পবিত্র ঈদুল আজহা। আর চাঁদ দেখা না গেলে আগামী ১ আগস্ট সারাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

Leave a Reply

     এই বিভাগের আরও খবর

ফেসবুক পেইজ