August 14, 2020, 11:44 am

দেশে একদিনে রেকর্ড সংখ্যক করোনায় আক্রান্ত

  • আওয়ার বাংলাদেশ ডেস্ক

চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৭ হাজার ৫২৭টি নমুনা পরীক্ষা করে প্রাণঘাতী অতি ছোঁয়াচে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে রেকর্ড ৪ হাজার ৮ জনের শরীরে।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর বুধবার সকাল আটটা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৮৯ জন।

আক্রান্তদের মধ্যে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৫ জন। আর গত একদিনে আরও ১ হাজার ৯২৫ জন নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৮৯ জন।

নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২.৮৭ শতাংশ; মৃত্যুর হার ১.৩৩ শতাংশ এবং সুস্থতার হার ৩৮.৭৭ শতাংশ।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বুধবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Leave a Reply

     এই বিভাগের আরও খবর

ফেসবুক পেইজ