মুন্সিগঞ্জে মতবিনিময় করছেন সারজিস, চট্টগ্রামে হাসনাত

গণঅভ্যুত্থান সংশ্লিষ্টদের সাথে বিভাগীয় ও জেলা পর্যায়ে মতবিনিময় সভা শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরই অংশ হিসেবে প্রথম দিনে মুন্সিগঞ্জ ও চট্টগ্রামে কার্যক্রম শুরু হয়েছে।

সারজিস আলমসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল গেছে মুন্সিগঞ্জে। সেখানে ছাত্র প্রতিনিধিদের সাথে প্রথমে সাক্ষাৎ করেছেন তারা। পরে কথা বলেন আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সাথে।

সবশেষে সাক্ষাৎ করেন জেলা প্রশাসনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে। বিকেল ৩ টায় সরকারি হরগঙ্গা কলেজ মাঠ প্রাঙ্গনে ছাত্র-জনতার সাথে মতবিনিময় সভা করবেন।

অন্যদিকে, চট্টগ্রাম সফরে গেছেন আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যাল থেকে যাবেন নগরীর লালদিঘীতে। সেখানে করবেন মতবিনিময় সভা।