সাবেক ভূমিমন্ত্রীর ছেলে অস্ত্র-গুলিসহ গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে গ্রেফতার করেছে র‍্যাব। পাবনার ঈশ্বরদী থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব-১২।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, তমাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এজহারনামীয় পলাতক আসামি। গ্রেফতারের সময় তমালের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ১০টি ইয়াবা ও ১টি প্রাইভেট উদ্ধার করা হয়।