অপু বিশ্বাসের মন ভালো নেই

সব ভেদাভেদ ভুলে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। সম্প্রতি একটি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে অসহায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। বন্যাদুর্গতদের পাশে সরাসরি যেতে না পারলেও প্রতিনিধির মাধ্যমে ত্রাণ পাঠিয়েছেন ঢাকাই সিনেমার এ অভিনেত্রী।

তিনি বলেন, টিএসসিতে শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছেন, যেভাবে সবাই বন্যার্তদের জন্য কাজ করছেন, তা প্রশংসার দাবি রাখে। তাদের প্রতি আমার সম্মান বেড়ে গেছে। দেশের সংকটকালে তারা সমানে কাজ করছেন।

তিনি আরো বলেন, অবশ্যই আমি যেতাম তাদের কাছে। পাশে দাঁড়াতাম। কিন্তু ছোট সন্তান রেখে যেতে পারিনি বলেই প্রতিনিধিদের মাধ্যমে পাঠিয়েছি।

এক প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, ‘এ মুহূর্তে শুটিং নিয়ে ভাবছি না। বন্যার্তদের নিয়ে ভাবছি, তাদের জন্য মনটা ভালো নেই।’ মানবসেবার চেয়ে বড় কিছু নেই। মানুষের সেবার মধ্যেই সব ভালোবাসা লুকিয়ে আছে। আমি বিশ্বাস করি- মানুষ মানুষের জন্য। সবচেয়ে বড় কাজ মানুষের সেবা করা। বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো, বলেন অপু বিশ্বাস।

তিনি আরো বলেন, আজকে আমি যা হয়েছি কিংবা যে দর্শকপ্রিয়তা পেয়েছি, তার পুরো কৃতিত্ব দর্শক-ভক্তদের। তারা আমাকে ভালোবেসে অপু বিশ্বাস বানিয়েছেন। তাদের প্রতি অনুরোধ— দেশের এই সময়ে সাধ্যমতো বন্যার্তদের পাশে দাঁড়ানো।

শতাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করা এ অভিনেত্রী বলেন, বন্যার্ত মানুষের অসহায় মুখগুলো দেখলেই কান্না পায়। তিনি বলেন, পত্রিকার পাতায় কিংবা টেলিভিশন অন করলেই বন্যার নিউজ সবার আগে চোখে পড়ে। অসহায় মানুষের মুখগুলো দেখলেই কান্না আসে। বয়স্ক নারীদের কষ্টটা মেনে নিতে পারছি না। অপু বিশ্বাস বলেন, শিশুর মুখগুলো যখন দেখি, তখন আমার সন্তানকে ওই জায়গায় ভাবি। সব মিলিয়ে বন্যার সময় যারা কষ্টে আছেন, তাদের জন্য কিছু করতে ইচ্ছে করে বলেও জানান এ অভিনেত্রী।

অপু বিশ্বাস বলেন, সবচেয়ে ভালো লাগে দেশে কোনো সংকট দেখা দিলে কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে সবাই একসঙ্গে কাজে নেমে পড়ার বিষয়টি। তবে এবার অতীতের সব রেকর্ড ভেঙে টিএসসিতে নতুন উদ্যমে দেশের কাজে নেমেছেন শিক্ষার্থীরা- এটি সত্যিই ভালো একটি উদাহরণ হয়ে থাকবে।

ঢালিউড অভিনেত্রী বলেন, সব ভেদাভেদ ভুলে এখন বন্যার্তদের পাশে দাঁড়াতে হবে। এটাই এখন বড় চাওয়া। বন্যার্ত এলাকার মানুষগুলো বেঁচে থাকুক, তাদের মুখে আগের হাসি ফুটুক, তাদের সব দুঃখ চলে যাক।

অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, নতুন সরকার ভালো কিছু করবে। বৈষম্যের অবসান হবে। আমরা কেউই বৈষম্য চাই না।