বিসিবির গুরুত্বপূর্ণ সভা আজ

আজ বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ সভায় বসতে যাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফারুক আহমেদ সভাপতির দায়িত্ব নেওয়ার পর বিসিবির পরিচালনা পর্ষদের প্রথম সভা হতে যাচ্ছে এটি।

বোর্ডের সর্বশেষ সভায় নতুন দুইজন বাদে বাকি ৮ জন পরিচালকই উপস্থিত ছিলেন। সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেও পরিচালক পদে রয়েছেন আবাহনীর কাউন্সিলর নাজমুল হাসান পাপন। আওয়ামী লীগের রাজনীতির সাথে বেশ কয়েকজন পরিচালক জড়িত আছেন এবং এখনও তাদের দেখা যায়নি।

সংবিধান অনুযায়ী কোন পরিচালক পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে তার পদ শুন্য হয়ে যাবে। বৃহস্পতিবারের সভার পরও পরিচালক থাকবেন তারা। কিন্তু এরপরের সভায়ও অনুপস্থিত থাকলে পদগুলো আনুষ্ঠানিকভাবে শুন্য হতে পারে। জানা গেছে বেশ কয়েকজন পরিচালক এই মুহূর্তে অনুপস্থিত থাকায় তাদের দায়িত্বে থাকা কমিটিগুলো বর্তমান পরিচালকদের মধ্যে ভাগ হয়ে যেতে পারে।

প্রথমে পদত্যাগ করেন ক্রিকেট অপারেশন্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা জালাল ইউনুস। বৃহস্পতিবারের সভার পর নতুন ক্রিকেট অপারেশন্স প্রধানকে দেখা যেতে পারে।

সভায় সবচেয়ে সবচেয়ে বড় ইস্যু হতে পারে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিষয়টি। আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ থাকলেও হাথুরুসিংহের চেয়ে ভালো কোচ পেলে তাকে সরিয়ে দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন বর্তমান সভাপতি।

সভায় স্থায়ী কমিটি ও শেখ হাসিনা স্টেডিয়াম নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া আলোচনা হবে মেয়েদের আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি, জাতীয় ক্রিকেট লিগ, বিপিএল ও হাইপারফম্যান্স বিভাগের ক্যাম্প নিয়েও।