আইসল্যান্ডে গুহায় বরফ ধস, মার্কিন পর্যটকের মৃত্যু

ইউরোপের দেশ আইসল্যান্ডে একটি গুহায় বরফ ধসে এক মার্কিন পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক মার্কিন পর্যটক।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আইসল্যান্ডের দক্ষিণাঞ্চলের ব্রিডামারকুরজকুল হিমবাহে এই দুর্ঘটনাটি ঘটে। বিভিন্ন দেশ থেকে আগত ২৩ জনের একটি ভ্রমণার্থীর দল হিমবাহের নিচে অবস্থিত প্রাকৃতিক গুহা দেখতে সেখানে একত্রিত হন।

কর্তৃপক্ষ জনায়, ভ্রমণার্থীরা গুহায় ঢুকলে তাদের ওপর ভেঙ্গে পড়ে সেটি। একজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। আহত একজন নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। তবে তার আঘাত গুরুতর নয়।