মির্জাগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলা আ’লীগের ১০২ নেতার নামে মামলা

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর গড়িবহরের হামলা ও ভাঙচুরের ঘটনায় আওয়ামীলীগের ১০২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গাড়ি চালক আলমগীর হোসেন বাদি হয়ে সোমবার (২৬ আগস্ট) রাতে মির্জাগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।

এজাহারে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের ১০২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। একই সাথে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী করা হয়েছে আরও ৫০-৬০ জনকে।
বিষয়টি মঙ্গলবার (২৭ আগষ্ট) সকালে মুঠোফোনে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।

ওসি হাফিজুর রহমান বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী গড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১০২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০-৬০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য,২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির কেন্দ্র ঘোষিত উপজেলা পর্যায়ের অবস্থান কর্মসূচি ছিল উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে। কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে কাঁঠালতলী থেকে নেতাকর্মীরা এ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে বেলা ১১টার দিকে উপজেলার সুবিদখালী তিন রাস্তার মোড়ে হামলার ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. নাজমুল মৃধা ও সদস্য মো. আল-আমিনক এবং উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা বেগমক অহত হন। এ সময় একটি মাইক্রোবাস এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর প্রায় ১৫ বছর পর মির্জাগঞ্জ উপজেলায় একসাথে ১০২ জন আ’লীগের নেতাকর্মীদের নামে মামলা হয়েছে।