আইসিসির শাস্তি পেলেন সাকিব, বাদ পড়েনি বাংলাদেশ-পাকিস্তানও

খারাপ সময় যেনো পিছু ছাড়ছে না বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানের। ক্যারিয়ারের কঠিন থেকে কঠিনতর সময়টা তাকে পার করতে হচ্ছে এখন প্রতিটা মুহূর্তে। এরই মাঝে আরো এক দুঃসংবাদ পেয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মোহাম্মদ রিজওয়ানের দিকে ম্যাচের শেষদিন বল ছুড়ে মারার ঘটনায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তরফ থেকে শাস্তি পেয়েছেন সাকিব। ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা ও ১ টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। জরিমানা হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান দলেরও।

বাংলাদেশ ও পাকিস্তানের জরিমানা হয়েছে মূলত স্লো ওভার রেটের কারণে। ম্যাচ রেফারি রাঞ্জান মাদুগালে তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনেন। সেই অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পাকিস্তান ওভার রেটে পিছিয়ে ছিলো ৬ ওভার। একই অভিযোগ রয়েছে বাংলাদেশের বিপক্ষেও। তবে তারা পিছিয়ে ছিলো ৩ ওভার।

অপরাধের ধরন বিবেচনায় শাস্তি নির্ধারণ করেছে আইসিসি। ৩ ওভার পিছিয়ে থাকায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩ পয়েন্ট কর্তন হবে বাংলাদেশের। এছাড়া প্রত্যেক খেলোয়াড় দেবেন ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা।

বাংলাদেশের চেয়েও আরো বড় জরিমানা গুনতে হবে পাকিস্তানকে। ৬ ওভার পিছিয়ে থাকায় ৬ পয়েন্ট কাটা যাবে পাকিস্তানের। দিতে হবে ৩০ শতাংশ জরিমানা। তবে পয়েন্ট টেবিলে পাকিস্তানের র‍্যাংকিং বিবেচনায় ৬ পয়েন্ট কর্তন আরো পেছনের দিকে ঠেলে দেবে শান মাসুদের দলকে।

অন্যদিকে মোহাম্মদ রিজওয়ানের দিকে বল ছুড়ে মেরে আইসিসির কোড অব কন্ডাক্ট ভেঙেছেন সাকিব আল হাসান। যে কারণে তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়। সাথে দেওয়া হয় একটি ডিমেরিট পয়েন্ট। সুতরাং সবমিলিয়ে সাকিবের পকেট থেকে যাচ্ছে মোট ২৫ শতাংশ ম্যাচ ফির টাকা।

তবে সাকিব আল হাসান, শান মাসুদ ও নাজমুল হোসেন শান্ত অভিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির আর প্রয়োজন পড়েনি।