ম্যাচ সেরা পুরষ্কার হাতে নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে যে বড় ঘোষণা দিলেন মুশফিকুর রহিম

বাংলাদেশ ২০০৩ সালের রাউলপিন্ডি টেস্টের আক্ষেপ পূরন করলো ২০২৪ রাউলপিন্ডি টেস্টে। পাকিস্তানকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৯১ রানের লম্বা ইনিংস খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম।

ম্যাচ সেরা পুরষ্কার হাতে নিয়ে জানান বাংলাদেশ দল ম্যাচ জয়ের পুরো অর্থ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ডোনেট করবে। সাথে তার ম্যাচ সেরা হওয়া ১ হাজার ডলারও ডনেট করবেন।