আব্দুল কাদের
হাটহাজারী প্রতিনিধি:
ফটিকছড়িতে এক শিশুকে যৌন হয়রানীর অভিযোগে মোহাম্মদ ইয়াকুব ওরফে বস্তা ইয়াকুব (৬০) নামের এক বৃদ্ধকে জনগণ আটক করে পুলিশ সোপর্দ করে।
জানা যায়, ২০ সেপ্টেম্বর সকালে টি স্টেট প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সনজা দাশ (১০) বাড়ির পাশে তার বন্ধুদের সাথে খেলা করার সময় বস্তা ইয়াকুব উক্ত মেয়েকে বিভিন্ন ধরণের প্রলোভন দেখিয়ে আজাদ হোসেন নামের জৈনিক ব্যাক্তির বাড়ির পিছনে নিয়ে যায়। সেখানে যৌন হয়রানির করার এক পর্যায়ে তার খেলার সাথী জুনায়েদ সানজা দাশের মাকে ডাকাডাকি শুরু করলে বস্তা ইয়াকুব ওই স্থান থেকে দ্রুত পালিয়ে যায়।
গতকাল ২১ সেপ্টেম্বর যখন অভিযুক্ত বস্তা ইয়াকুব সকাল সাড়ে ৯ টার সময় ঐ এলাকায় আসে তখন সানজা দাশের বাবা এবং এলাকাবাসীরা মিলে তাকে আটক করে। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার এর মাধ্যমে ফটিকছড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করে। উক্ত বস্তা ইয়াকুব লেলাং ইউনিয়নের লালপুল এলাকায় আরেকটি মেয়ের সাথে এরকম ঘটনা ঘটিয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
আটক ইয়াকুব উপজেলার লেলাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আদু মিয়ার পুত্র। সে পেশায় একজন কাপড়ের বিক্রেতা।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার বলেন, উপজেলার ফেনুয়া টি স্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে এক বৃদ্ধকে এলাকাবাসী আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে। মেয়ের পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে।আইনি প্রক্রিয়া শেষে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!