স্টাফ রিপোর্ট :
দীর্ঘ একমাস বন্ধ থাকার পর আজ জোহর থেকে সারা দেশের মসজিদের জামাতে নামাজ আদায় শুরু হয়েছে। সেই লক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জোহরের নামাজে প্রায় ৩শ মুসল্লী অংশ নিয়েছেন। শর্ত মেনে অর্থাৎ দূরত্ব বজায় রেখে নামাজে অংশ নেন মুসল্লীরা।
আজ বৃহস্পতিবার(০৭ মে) দুপুর ১২:৪৫ মিনিটে জোহরের নামাজের আজান হয়। এর পরপর মুসল্লীদের জন্য খুলে দেয়া হয় মসজিদ। মুসল্লীরা হাত ধুয়ে মসজিদে প্রবেশ করেন । পরে দুপুর ১টা ২০ মিনিটে শুরু হয় জামাত। নামাজ শেষে করোনাভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া করা হয়। ফরজ নামাজ শেষে সুন্নত নামাজ আদায় করেন অনেক মুসল্লী। অনেকে ফরজ নামাজ পড়েই বেরিয়ে যান। তবে জায়নামাজ ছাড়া বেশিরভাগ মুসল্লী এসেছেন।
একইভাবে সারা দেশে শুরু হয়েছে মসজিদে জামাতে নামাজ আদায়। রাতে সব মসজিদে জামাতে তারাবির নামাজও শুরু হবে।
এর আগে,করোনাভাইরাস পরিস্থিতির কারণে গেল ০৬ই এপ্রিল থেকে মসজিদে জামাতে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। শুধু সীমিত পরিসরে নামাজ আদায়ের সুযোগ ছিল।
Sharing is caring!