তানিম ইবনে তাহের
নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীর সদর উপজেলার সোনাতলা গ্রামের আশরাফুল ইসলাম (১৩) নামের এক শিশু গত ১৫ দিন ধরে নিখোঁজ। এই ঘটনায় গত রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে নরসিংদী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ শিশুটির বাবা মো. রবিউল্লাহ।শিশুটি শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পুটিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, গত ১৬ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে আশরাফুল বাড়ির কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। ওই সময় পড়নে ছিল নীল রংয়ের গেঞ্জি ও ছাপার লুঙ্গি। শিশুটির গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৪ ফুট ৮ ইঞ্চি। আত্মীয়-স্বজনের বাড়ি সহ অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না।শিশুটির বাবা মো. রবিউল্লাহর অনুরোধ, কোন হৃদয়বান ব্যক্তি যদি তার সন্তানের সন্ধান পান তবে শিশুটির বাবা মো. রবিউল্লাহর অনুরোধ, কোন হৃদয়বান ব্যক্তি যদি তার সন্তানের সন্ধান পান তবে নিকটস্থ থানায় অথবা তার মুঠোফোন (০১৯০৪ ২৭২৩৩০) নম্বরে যেন অবহিত করেন।