বিশেষ প্রতিনিধি:
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে হাইকোর্টে সামনে থেকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে তাকে আটক করা হয় বলে জানান তার স্ত্রী দলের স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা। এদিকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি হয়। শুনানিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা হাইকোর্টের সামনে অবস্থান নেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাইকোর্ট ও আদালতের প্রবেশ গেটে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সেখান থেকেই খায়রুল কবির খোকনকে আটক করা হয়
Sharing is caring!