নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের সোনাশুর এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে পুলিশের এক এসআইসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত পুলিশের এসআই মো. আবদুর রশিদ (৪৫) গোপালগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। নিহত অপর ৩ জন হলেন- রাসেল (২২) বিজন (২৩) ও কমল (২৫)। তাদের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুরে। গুরুত্বর আহতদের গোপালগঞ্জ আড়াইশ’ বেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ সুত্রে জানা গেছে, রাতে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা ইমাদ পরিবহন নামে যাত্রীবাহি একটি নৈশকোচ গোপালগঞ্জে সোনাশুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রড়ভর্তি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন ও খুলনা মেডিকেলে নেয়ার পথে পুলিশের এসআই হাভেজ আবদুর রশিদ মারা যান।
Sharing is caring!