এমদাদুল হক (কোম্পানিগঞ্জ প্রতিনিধি):
সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ৬ নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের বিএনপি সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব শামস্ উদ্দিন আহমদ শাহীনের ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাসের এই কঠিন মুহূর্তে যাতে সকল মানুষ সমভাবে ঈদ উদযাপন করতে পারে, সে চিন্তা থেকে ৪০০ পরিবারের মাঝে আজ সকালে ত্রাণ বিতরণ করা হয়।
উদ্যোগটি তার একান্ত ব্যাক্তিগত। করোনা মহামারিতে যখন গরিবরা কর্মহীন, অসহায়, তখন ত্রাণ পেয়ে হাসি ফুটেছে এসব পরিবারে৷
শামসুদ্দিন আহমদ শাহিন বলেন, সমাজের ধনীরা যদি অসহায়দের পাশে দাড়ায়, তাদের মুখে হাসি ফুটে৷ এ হাসি ফুটাতে কত টাকাই বা লাগে৷ মরে গেলে ব্যাংকে জমানো এসব টাকা কোন কাজে আসবেনা৷ তাই ঈদ উপলক্ষে সবাই গরীবের পাশে দাড়ানো সামাজিক দায়িত্ব৷
Sharing is caring!