হেনা আক্তার (৩০) বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডের বাসিন্দা নিয়াজ মোর্শেদ সোহাগ ওরফে পাসপোর্ট সোহাগের স্ত্রী ও বরিশাল সরকারী ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রলীগের সাবেক নেত্রী ছিলেন।
কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে হেনা আত্মহত্যা করেছে বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। ময়না তদন্তের জন্য তার লাশ মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি।