বিশেষ প্রতিনিধি: জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেন জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ। করোনা ভাইরাসের কারণে আতঙ্কিত পুরো বিশ্ব। সাধারণ মানুষ নিরাপদে বাড়িতে আশ্রয় নিয়েছে। কিন্তু আমাদের সাংবাদিক বন্ধুরা ছুটছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। করোনায় আক্রান্ত রোগীদের সংবাদ সংগ্রহ, দুস্থ অসহায় মানুষের করুণ চিত্র তুলে ধরছেন মিডিয়ার সামনে৷
এসব নিবেদিতপ্রাণ সাংবাদিক বন্ধুদের বাহ্যিক নিরাপত্তার জন্য প্রয়োজন সার্জিক্যাল মাক্স ও পিপিই। সেসব একনিষ্ঠ সাংবাদিকদের পাশে দাঁড়াল ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জনাব গোলাম মোস্তফার মাধ্যমে ফটো সাংবাদিকদের জন্য পিপিই সরবরাহ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া উপ কমিটির আহ্বায়ক মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, উপকমিটির সদস্য জনাব হুমায়ুন কবির।
Sharing is caring!