আটক আল ইসরাইল জুবেল গোপিনাথপুর গ্রামের মৃত নজির উদ্দীন আহম্মেদের ছেলে।
এ ব্যাপারে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ বলেন, সন্ধ্যায় গোপিনাথপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। গোডাউন থেকে বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পের বরাদ্দের ২৫ হাজার ৪৪০ কেজি চাল জব্দ করা হয়। তখন গোডাউন মালিককেও আটক করা হয়।
তিনি আরো বলেন, বর্তমান দুর্যোগপূর্ণ সময়ে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য চাল বরাদ্দ দিলেও সেটা অবৈধভাবে মজুদ করে চড়া দামে বিক্রি করছিলেন জুবেল। প্রাথমিকভাবে বিষয়টি তিনি স্বীকারও করেছেন। এ ঘটনায় আক্কেলপুর থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সুত্র:কেকে