আঃ কাইয়ুম
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সকাল নয়’টা থেকে কাজিপুরে পানি স্থিতিশীল রয়েছে।
সিরাজগঞ্জে বিপদসীমার ৪৬ এবং কাজিপুরে ৭০ সেন্টিমিটার উপরে পানি।
যমুনা নদীর পানি সমতল (Water level)
তারিখ : ৩০জুন, ২০২০।
সময় : সন্ধ্যা ০৬.০০ টা।
সিরাজগঞ্জ পয়েন্ট ।
————————–
বিপদ সীমা : ১৩.৩৫ মিটার।
পানি সমতল : ১৩.৮১ মিটার ⬆,
বিপদসীমার ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
২৪ ঘন্টায় পানি বৃদ্ধি ১০ সেন্টিমিটার।
কাজিপুর পয়েন্ট ।
————————–
বিপদ সীমা : ১৫.২৫ মিটার।
পানি সমতল : ১৫.৯৫ মিটার ⬆,
বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
২৪ ঘন্টায় পানি বৃদ্ধি ৫ সেন্টিমিটার।
যমুনা নদীতে আগামী ৪৮ ঘণ্টা পানি স্থিতিশীল থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
Sharing is caring!