এমদাদুল হক
ছাগলনাইয়া প্রতিনিধি:
আগামী ২০ সেপ্টেম্বর শুক্রবার ফেনীর ছাগলনাইয়ার করৈয়া বাজারে আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওয়ায়েজ, ঢাকা জামিয়া তা’লিমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও গুলশান বাইতুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটার হুজুর)।
করৈয়া বাজার এলাকাবাসীর উদ্যোগে এই মাহফিলে আরও বয়ান করবেন ফেনীর স্বনামধন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া রশীদিয়ার প্রতিষ্ঠাতা মুফতি শহীদুল্লাহ, ঢাকা মারকাযুন নুর বোর্ড বাজার মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি রিজওয়ান রফিকী, ছাগলনাইয়ার দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মদিনাতুল উলুম মাদ্রাসার মহাপরিচালক এ বাংলাদেশ নব-মুসলিম ফাউন্ডেশনের সভাপতি মাওলানা শরিফুল ইসলামসহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম।
মাহফিলের প্রস্তুতি সম্বন্ধে জানতে চাইলে মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ডাক্তার বশর জানান, ইতোমধ্যেই আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চলছে ১০-১৫ হাজার শ্রোতার জন্য সামিয়ানা, আলোকসজ্জা ও সাউন্ডসিস্টেমের কাজ।
Sharing is caring!