- এম এম জোবায়ের ইবনে বেলাল
জেলা প্রতিনিধি দিনাজপুর
আজ ৫ এপ্রিল ২১ ইং সোমবার নভেলকরোনা ভাইরাস সংক্রমণের তীব্র হওয়ায় সারা দেশ জুরে ৭ দিনের লকডাউন দিয়েছে সরকার।
এই লকডাউনের দিনাজপুর জেলা হাকিমপুর হিলিতে প্রথম দিনে উপজেলা ম্যাজ্রিটেড কাস্টমারদের মুখে মাক্স না থাকায় দোকানদার এর থেকে ৫০০০ হাজার ও কাস্টমার এর ২০০ টাকা জরিমানা করেছেন তিনি।
আরো জানা গেছে তিনি সকল কে সতর্কতা অবলম্বন করতে বলেছেন। ।
Sharing is caring!