এমএমবি আকরাম ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানা (সদর) প্রতিনধি:
আল-ফোরকান ফাউন্ডেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতায় নোয়াখালী শাখায় প্রথম স্থান লাভ করেছে লক্ষ্মীপুরের কারিমিয়া মোহাম্মদীয়া (রায়পুর) মাদ্রাসা। কারিমিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আল-আমিন প্রথম স্থান অর্জন করেন। এ ছাড়াও কারিমিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ জেহাদুল ইসলাম তৃতীয়, মোহাম্মদ আবদুস সালাম চতুর্থ ও মোহাম্মদ ইয়াকুব পঞ্চম স্থান লাভ করেন। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করেন নোয়াখালীর দোয়ালিয়া দারুসসুন্নাহ মাদ্রাসাা ছাত্র মোহাম্মদ শামীম হোসেন।
গত ৬এপ্রিল লক্ষ্মীপুর আল- ফোরকান ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে নোয়াখালী শাখার (নোয়াখালী-লক্ষ্মীপুর) হিফজুল কোরআন মাদ্রাসাসমূহের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ আবু নোমান, হাফেজ মাওলানা মোহাম্মদ আশরাফ আলি ও হাফেজ মাওলানা মোহাম্মদ ইউনুস।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল- ফোরকান ফাউন্ডেশনের দাওয়া ও শিক্ষা বিভাগের প্রধান শায়েখ আবদুল মতিন বিন মজিবুল হক।
অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের মাঝে সনদ বিতরণ করেন এবং পাগড়ী পরিয়ে দেন।
কারিমিয়া মোহাম্মদীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ হ ম নোমান সিরাজী তাঁর মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করায় আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠাটি হাঁটি হঁটি পা পা করে আজ নোয়াখালী শাখায় বিজয় অর্জন করে সকলকে সম্মানিত করেছে। এ ছাড়াও তিনি কৃতিত্বের মাদ্রাসার জমিদাতা মরহুম মোহাম্মদ আলী বেপারী ও হেফজখানার ভবন নির্মানকারী সৌদি প্রবাসী আলহাজ্ব জনাব মোঃ দেলোয়ার হোসেনসহ সকলের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
Sharing is caring!