স্টাপ রিপোর্টার:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন ভাইস-চ্যান্সেলর ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।
জানা গেছে, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ইউনিটগুলোর শিফটভিত্তিক মেধা অনুযায়ী আগামী ২৪ নভেম্বর (রোববার) থেকে ২৭ নভেম্বর (বুধবার) পর্যন্ত অনলাইনে চয়েস ফরম পূরণ করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ভর্তি পরীক্ষার ফলসহ যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) থেকে জানা যাবে।
Sharing is caring!