নিজস্ব প্রতিনিধি:
শুক্রবার (১০জুলাই’২০ইং)
ফেনীর সোনাগাজী উপজেলার আওতাধীন ৬নং চরচান্দিয়া ইউনিয়ন (পশ্চিম শাখা) ইসলামী যুব আন্দোলনের ২০২০-২১ সেশনের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাও. জুনায়েদ হাবীব,
বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম সম্পাদক কারী ইব্রাহিম হাসান হৃদয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যুবকরা জাগলে জাগবে বাংলাদেশ, তাই তিনি যুব আন্দোলনের কর্মীদেরকে উদ্দেশ্য করে বলেন যুব সমাজের আখলাক ভাল হয়ে গেলে পুরো দেশের রঙ পরিবর্তন হয়ে যাবে। তাই নৈতিক শিক্ষার পাশাপাশি দেশ গঠন লক্ষে যুবকদেরকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান করেন।
প্রাধান অতিথি তার আলোচনার শেষে আহবায়ক কমিটি ঘোষণা করেন।
মাও. একরামুল হক রুবেল আহবায়ক ও মাও. সাইফুল ইসলাম সাইফী যুগ্ম আহবায়ক, মু. মাইন উদ্দিন পিয়াসকে সদস্য সচিব পদে এবং
মু. জসিম উদ্দিন, মু. ইসহাক ফরিদ, মু. ইস্রাফিল মামুন, মু. আব্দুস সাত্তার, মু.পারভেজ হোসাইন কে সদস্য পদে রাখা হয়।
Sharing is caring!