ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে ময়মনসিংহে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার মুক্তাগাছা উপজেলা শহরের আটানিবাজার এলাকা থেকে তথ্য ও প্রযুক্তি আইনে এমদাদুল হক মিলন নামের ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, তিনি আটানিবাজার মোড়ের মাঈশা মেডিসিন কর্নারের মালিক। তার বাড়ি উপজেলার কাশিমপুর গ্রামে।
পুলিশ জানায়, মুজিব বর্ষের অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর ঘটনায় এমদাদুল হক মিলন কয়েকদিন ধরেই তার ফেসবুকে নানা ধরনের ব্যঙ্গ ও সরকারবিরোধী পোস্ট দিয়ে আসছিলেন। এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়েও নানা ব্যঙ্গ করে আসছিলেন তিনি।
মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এমদাদুল হক মিলনের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা হয়েছে। তাকে কারাগারে পাঠানো