সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মুজিববর্ষ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে তাদের জায়গা সম্পত্তির নামজারীর ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা ভূমি অফিস। আজ রবিবার বেলা ১১ টায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্যালয় থেকে বীর মুক্তযোদ্ধা সামছুদ্দিন আহমেদ খায়ের এবং বীর মুক্তিযোদ্ধা আলী আকবরের হাতে তাদের নামজারী তুলে দেন সহকারি কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ। এ সময় উপস্থিত ছিলেন, যুদ্ধকালীন ডেপুটি কমান্ডার এবং জেলা পরিষদের সদস্য আলী আহমেদ বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ বাবুল, দৈনিক নয়া দিগন্তের সিরাজদিখান প্রতিনিধি হামিদুল ইসলাম লিংকন প্রমুখ।
উল্লেখ্য, গত ৪ মার্চ উপজেলা ভূমি অফিস থেকে বীর মুক্তিযোদ্ধাদের নামজারীর আবেদন সর্মনিন্ম ৭ কর্মদিবস হতে সর্বোচ্চ ১০ কর্ম দিবসের মধ্যে নিষ্পত্তি করা হবে বলে গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
Sharing is caring!