আল্লাহর ঘর মসজিদ আমি
পুড়ে হইলাম ছাই,
আজ আমাকে রক্ষা করবার
কোন মুসলিম নাই!
মিম্বার থেকে ধ্বনি ছড়াতো
দিল্লির সব প্রান্তে,
কে আছে আমায় রক্ষার জন্য
চাই তাহা জানতে।
মাইক কেড়েছে আগুন দিয়েছে
তবুও জ্বলে না মন,
মসজিদ থেকে মন্দিরে তাঁরা
করতে চায় পরিবর্তন!
সারা দুনিয়ার মুসলিমরা আজ
হয়ে আছে কেন চুপ,
হিন্দুরা আজ কোরআন পুড়ে
জ্বালাচ্ছে যে ধূপ!
সারা দুনিয়ার অমূল্য ঘর
মসজিদ হলাম আমি,
প্রভু তুমি ছাড়া এ বিচার
কেউ করবে না জানি
লেখক:-
শহীদুল ইসলাম মামুন
তরুণ কবি ও সাংবাদিক
Sharing is caring!