- মুহাম্মদ আঃ রহমান
- পিরোজপুর জেলা প্রতিনিধি
করোনা মহামারী তে অসহায় সারা বিশ্ব,ব্যতিক্রম নয় বাংলাদেশ। এই সংকটের মধ্যে পিরোজপুর এর মঠবাড়ীয়ায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে প্রধানমন্ত্রীর আর্থিক নগদ অনুদান বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে সংশ্লিষ্ট ৯ শত ৪০ টি মসজিদের ইমামদের হাতে ৫ হাজার টাকা করে বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান জনাব রিয়াজ উদ্দিন আহমেদ, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, সহকারী কমিশনার( ভূমি) রিপন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজীজুল হক সেলিম মাতুব্বর। এসময় ইমাম সাহেবদের সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদের জামাত আদায় করার নির্দেশ দেয়া হয়।