মোঃ আঃ রহমান (পিরোজপুর জেলা প্রতিনিধি): পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলায় পুনরায় ৩জন করোনা রোগী শনাক্ত হওয়ায় উপজেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
আজ রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক এর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সহকারী কমিশনার(ভুমি) রিপন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আলী হাসান, অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মিলু,ইসলামি ফাউন্ডেশন, বনিক সমিতি, সাংবাদিক, মাইক্রোবাস চালক সমিতির নেতৃবৃন্দ।
এ বৈঠক উল্লেখযোগ্য কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ঈদুল ফিতর পর্যন্ত সকল প্রকার দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র মুদি, কাঁচা বাজার ও কৃষি পন্য সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত খোলা থাকবে। পৌর এলাকার মাছ বাজারকে শহীদ মোস্তফা খেলার মাঠে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়।
এ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস চালকদের রোগী পরিবহনে হাসপাতালের লিখিত অনুমতি নিতে হবে।
বৈঠকে সীমান্ত এলাকায় টহল জোরদার, মসজিদে মুসল্লিদের সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করা হয়।
Sharing is caring!