রাজধানীর মিরপুরে একটি বাসায় ঢুকে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয়েছে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়েছে তারা।
বুধবার (১১মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।
আহত জোবায়দা জালাল সামান্তাকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার বিকালে শাহআলীর ৫ নম্বর রোডের ৪ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
সামান্তার স্বামী মাহবুব হোসেন (রানা) জানান, আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। বাসায় ছিলাম না। খবর পেয়ে বাসায় এসে রক্তাক্ত অবস্থায় তাকে ঢামেকে নিয়ে আসি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সামান্তার গলায়, দুই হাতে ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
শাহআলী থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া জানান, ঘটনাটি শুনেছি। গৃহবধূর স্বামী থানায় আসছেন। তার কাছ থেকে ঘটনা শুনে পরে বিস্তারিত জানাতে পারব।