সোমবার নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলার পুলিস সুপার, আইজি, ডিআইজি-দের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
বৈঠকে বলেন, ওইদিন রাজ্যে এমন কোনও অনুষ্ঠান করতে দেবেন না, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। ভিন রাজ্য থেকে এসে কেউ কেউ উস্কানিমূলক বক্তব্য রাখছেন বলেও অভিযোগ করেন মমতা। নাম না করে মিম-এর ব্যাপারেও পুলিসকে সতর্ক করেন মমতা। প্রত্যেক থানা এলাকায় ওইদিন বাড়তি নজরদারি দিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, গত বছর ৬ ডিসেম্বরের আগেও মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় দুই সম্প্রদায়ের মধ্যে অশান্তি বাধানোর চেষ্টা করছে কোনও কোনও সংগঠন। এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলেন মমতা। এবারের ৬ ডিসেম্বরে পরিস্থিতিটা আরও একটু তাৎপর্যপূর্ণ।
ইতিমধ্যে অযোধ্যা মামলায় রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির নির্মাণের অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। বদলে মুসলিম পক্ষকে অযোধ্যাতেই বিকল্প ৫ একর জমি দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট। যদিও এই রায়ে অসন্তুষ্ট জামাত-এ-উলেমা-হিন্দ ইতিমধ্যেই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়ে শীর্ষ আদালত দ্বারস্থ হয়েছে।
এই পরিস্থিতিতে ৬ ডিসেম্বর রাজ্যে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি আটকাতে কড়া প্রশাসন।