নিজস্ব প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ার এক বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে বিষয়টি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের।এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে বিচারের দাবি জানিয়েছে স্বজন ও এলাকাবাসী। এদিকে ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর এলাকার কুয়েত প্রবাসী আব্দুর রব হাওলাদারের বাড়িতে আজ শনিবার (৭ ডিসেম্বর) সকালে ৩টি মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার মধ্যরাতের পর যেকোনো সময় তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। নিহতরা হলেন- প্রবাসী আব্দুর রবের মা মরিয়ম বেগম, খালাত ভাই মো. ইউসুফ এবং ভগ্নীপতি শফিকুল আলম। ওই পরিবারের স্বজন আছিয়া আকতার ও তার চাচি মিসকাত জানান, ফজরের আযান দিলে নামাজের জন্য ওঠেন আছিয়া। তিনি বেলকনিতে গেলে তার দাদি মরিয়ম বেগমের মরদেহ দেখতে পান প্রথমে। তার চিৎকারে প্রবাসীর স্ত্রী মিসকাত ওঠেন। তারা একে একে মরিয়ম বেগমের বোনের ছেলে মো. ইউসুফ এবং মেয়ে জামাই শফিকুল আলমের মরদেহ ঘরের মধ্যে এবং পার্শ্ববর্তী পুকুরে দেখতে পান। তাদের চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। বরিশালের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম জানান, প্রত্যেকটি মরদেহের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। এ কারণে বিষয়টিকে তারা অস্বাভাবিক এবং পরিকল্পিত হত্যা বলে প্রাথমিক ভাবে মনে করছেন। এ ঘটনার তদন্ত ও সঠিক তথ্য বের করে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।আব্দুর রব ১১ বছর ধরে কুয়েতে একটি মসজিদে ইমামতি করেন। তার স্ত্রী ও সন্তান বাড়িতে থাকেন। নিহত তিনজনের মধ্যে ইউসুফ এবং শফিকুল আলম দুই দিন আগে বেড়াতে এসেছিলেন।
Sharing is caring!