ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে (কোভিড-১৯) করোনা রোগীর সিট হল ৩০টি-রোগী ভর্তি ৯৬ টি। দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে ডাক্তারেরা হিমশিম খাচ্ছেন এবং আতংকিত হচ্ছে।হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ইকবাল হোসেন ভূঁইয়া জানান হাসপাতালে করোনা রোগিরা মানছে না নিয়ম নীতি এবং কি তাদের স্বজনেরাও কোন নিয়ম নীতি মানেন না। ফেনীতে যে হারে করোনা রোগীর সংখ্যা বাড়ছে নতুন করে হাসপাতাল তৈরী প্রয়োজন রয়েছে। পর্যাপ্ত লোকবল না দিলে সেবা কার্যক্রম গতিশীলতা হারাবে।করোনা রোগী ও তাদের স্বজনেরা যে ভাবে হাসপাতালে ভীড় জমাচ্ছেন দিন দিন অরক্ষিত হচ্ছে হাসপাতাল। তাই আমাদের সকলকে এখনই সচেতন হতে হবে।
আলাউদ্দীন জিহাদ
সোনাগাজী প্রতিনিধি
Sharing is caring!