জেলা তানযীমুল মাদারিসিল কাওমিয়্যাহ’র সভাপতি মাওলানা নুরুল ইসলাম আদীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি মিযানুর রহমান সাঈদ। মুফতি ইউসুফ কাসেমীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তানযীমুল মাদারিসিল কাওমিয়্যাহ’র ফেনী জেলা সেক্রেটারী মুফতি শহীদুল্লাহ, মুফতি আহমদুল্লাহ কাসেমী, ফেনী আলীয়ার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, ফুলগাজী আশরাফিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ইউসুফ, মাওলানা মমিনুল হক ক্বাদিম, মাওলানা ফজলুল হক, মাওলানা ক্বারী কাসেম, হাফেজ মিযানুর রহমান কাসেমী ও মুফতি যোবায়ের আহমেদ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন কওমি মাদ্রাসায় পড়ুয়া কৃতি ছাত্রদের ৩২৪ জনকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।