নুরুল হুদা মিয়াজী রাসেল
ফেনী শহর প্রতিনিধি:
সোমবার ফেনী সফরে আসছেন সুজন-সুশাসনের জন্য নাগরিক এর সম্পাদক বরেণ্য বুদ্ধিজীবি ড. বদিউল আলম মজুমদার। সকাল ১০টায় শহরের ফুড ল্যান্ড চাইনীজ রেস্টুরেন্টে এক ‘বাংলাদেশে রাজনৈতিক সংস্কার ও নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন। এদিন বিকালে তিনি কুমিল্লায় অনুরুপ এক গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখবেন। আজ রবিবার বিকালে লক্ষ্মীপুরে সুজন আয়োজিত গোলটেবিল বৈঠকেও তিনি বক্তব্য রাখবেন। সন্ধ্যায় নোয়াখালীতে সুজন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন।