নিজস্ব প্রতিবেদক:
আজ ২৪ ফেব্রুয়ারী সোমবার বাদ মাগরিব হতে ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের কুটুম বাড়ী অডিটোরিয়ামে সংগঠনের সাবেক দায়িত্বশীল, বিশিষ্টজন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইসলামি যুব আন্দোলনের ফেনী জেলা সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সোহাইল এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সালাহ উদ্দিন আইয়ুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় জেলা ইসলামী আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি প্রিন্সিপাল মাওলানা নুরুল করীম, ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঞা, ওমান কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি মাওলানা মীর আহমদ মীরু জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলাম ভূঞা, জেলা মুজাহিদ কমিটির সদর মাওলানা আব্দুর রহমান গিলমান, জেলা ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা মীর হোসাইন মীরু, ফেনী সমাচার এর সম্পাদক মুহিব্বুল্লাহ ফরহাদ, দৈনিক স্টার লাইন এর বার্তা সম্পাদক নুরুল্লাহ কায়সার, দৈনিক ইনকিলাব এর ফেনী প্রতিনিধি ওমর ফারুক ও আওয়ার বাংলাদেশ টোয়েন্টিফোর ডটকমক এর সম্পাদক মুহাম্মদ নুরুল ইসলাম হেলালসহ সাংবাদিক ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ব্যক্তিবর্গ দেশের যুব শ্রেণির নৈতিক অবক্ষয় রোধে যুব আন্দোলনের ভূমিকাকে স্বাগত জানিয়ে দেশ-জাতির উন্নয়নে কার্যক্রম পরিচালনার আহবান জানান।
Sharing is caring!