আজ সোমবার দুপুরে রাজবাড়ীর পাংশা সরকারি কলেজ ময়দানে পাংশা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাংশা উপজেলা আওয়ামী লীগের বিদায়ী সভাপতি এ কে এম শফিকুল মোরর্শেদ আরুজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধানবক্তা ছিলেন কেন্দ্রেীয় আ.লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা আ.লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ জিল্লুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন, জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী ইরাদত আলী।
পরে পাংশা উপজেলা আ.লীগের নতুন কমিটির সভাপতি হিসেবে খন্দকার সাইফুল ইসলাম বুরোকে সভাপতি এবং ডা. এ এফ এম শফিউদ্দিন পাতাকে সাধারণ সম্পাদক পদে ঘোষণা করা হয়।