পাইকগাছায় দারোগা পরিচয়ে চাঁদা আদায় কালে জনতার হাতে দুজন ভুয়া দারোগা আটক। পরে পুলিশের নিকট হস্তান্তর ।
শনিবার বিকেল ৫ টায় উপজেলার হাবিবনগর মোড়ে দারোগা পরিচয় দিয়ে চাঁদা আদায়কালে জনতার সন্দেহ হলে দু’ জন ভূয়া দারোগাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। উপজেলার হরিঢালী পুলিশ ক্যাম্পের পুলিশ তাদের হেফাজতে নিয়েছেন।আইনী প্রক্রিয়ায় নিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে ওসি এজাজ শফী জানান।ভূয়া দারোগা ভ্যানচালক পৌরসভার সরল গ্রামের মান্নান গাজীর ছেলে ফারুখ গাজী(৪৫) ও সরল ৫ নং ওয়ার্ডের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে নুরুজ্জামান বিশ্বাস(৩৫)তারা গদাইপুর বাজার থেকে আগড়ঘাটা ও হাবিব নগর বাজারে দারোগা পরিচয়ে লকডাউনের ভয় দেখিয়ে চাঁদা আদায় করছিল বলে স্থানীয়রা জানায়।
Sharing is caring!