আহসান হাবিব জাবের
নোয়াখালী সদর প্রতিনিধি:
বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র বেগমগঞ্জ উপজেলায় একটি মার্কেটে আগুন লেগেছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চৌমুহনী রেল ষ্টেশনের পূর্ব পাশের ইসলামীয়া মার্কেটে এই আগুন লাগে। রাত সাড়ে ৮টার দিকেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনে কেউ হতাহত হয়েছেন কিনা জানা যায়নি। অগ্নিকাণ্ডে ২৫ থেকে ৩০টি দোকান ভস্মিভূত হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন। তবে এতে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে বলতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা। জানা যায়, সন্ধ্যায় শুরুতে একসঙ্গে তিনটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চৌমুহনী, মাইজদী ফায়ার সার্ভিসসহ চারটি ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনেণের কাজ শুরু করে। কিন্তু সরু রাস্তা হওয়ার কারণে এবং আশ-পাশের এলাকায় কোন জলাদ্ধার না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর সদস্যদের অসুবিধার সম্মুখীন হতে হয়। স্থানীয় ব্যবসায়ীদের কেউ জানান গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আবার কেউ বলছেন বৈদ্যুতিক সট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ৫০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি। জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূইয়া জানান, আগুনের খবর পেয়ে মাইজদী, চৌমুহনী, সোনাইমুড়ী ও কোম্পানীগঞ্জ বাহিনীর চারটি ইউনিট আগুন নিভানোর কাজে নিয়োজিত হয়েছে। রাত ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের কাজ চলছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত তাৎক্ষণিভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের পর এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে।
Sharing is caring!