নেত্রকোনার দূর্গাপুরে স্ত্রীর হাতে স্বামীর লিঙ্গ কর্তন পুলিশের হাতে স্ত্রী আটক
এম এস শবনম শাহীন(ক্রাইম রিপোর্টার):
নেত্রকোনার দূর্গাপুর উপজেলার চন্ডিগর ইউনিয়নের ধানশিরা গ্রামে পরকিয়া সন্দেহে স্বামীর লিঙ্গ কেটে ফেলে স্ত্রী। গত ২৩শে জুন মঙ্গলবার এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধানশিরা গ্রামের স্থায়ী বাসিন্দা মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল লতিফ(২৭) এর সাথে তার স্ত্রী রেখা আক্তার পরকিয়ার সন্দেহে দুপুরের দিকে ঝগড়া সৃষ্টি হয়। অতিরিক্ত ক্ষিপ্ততার কারণে রেখা আক্তার ধারালো ব্লেড দিয়ে তার স্বামী আব্দুল লতিফের লিঙ্গ কেটে দেয়।স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দূর্গাপুর উপজেলা হাসপাতালে নিয়ে যায়৷ এর পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
দূর্গাপুর সার্কেল এর এএসপি শারমিন নেলী ঘটনার সত্যতা নিশ্চিত করে রেখা আক্তারকে পুলিশ হেফাজতে নিয়ে আসে।
Sharing is caring!