করোনাভাইরাস কোভিড-১৯ রোগে আক্রান্ত বাংলাদেশের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের অবস্থা সঙ্কটাপন্ন। তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।
আজ (শনিবার) মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় গণমাধ্যমকে জানান, দুই দিন উনার জন্য খুবই ক্রিটিক্যাল বলে জানিয়েছেন চিকিৎসকরা। পিতার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তানভীর শাকিল।
এর আগে শুক্রবার ভোরে স্ট্রোক করায় তার অবস্থার অবনতি ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে অস্ত্রোপচার করা হয় এবং তা সফল হয় বলেও জানান চিকিৎসকরা।
ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থার কিছুটা উন্নতি
করোনা ভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বিশিষ্ট চিকিৎসক ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তৃতীয়বারের মতো দেয়া হয়েছে প্লাজমা থেরাপি। সকাল থেকে তার অক্সিজেন নিতে হয়নি। সকালে উঠে ফ্রেশ হয়ে নাশতা করেছেন। আজ সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ এসব তথ্য জানান।