তানিম ইবনে তাহের (নরসিংদী প্রতিনিধি):
সামাজিক দূরত্ব না মেনে রাস্তা ও বাজারে ঘুরাফেরা ও জটলা সৃষ্টির কারণে নরসিংদীর মনোহরদীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি মামলায় জরিমানা করেছে মনোহরদী উপজেলা প্রশাসন।
গত রবিবার (০৫ এপ্রিল) দিনভর মনোহরদী, শুকুন্দি ও হাতিরদিয়ার বিভিন্ন স্থান পরিদর্শন করে আইন ভঙ্গ করে রাস্তায় ও বাজারে অবস্থান করা মানুষজনকে এ দন্ড প্রদান করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. ইকবাল হাসান।
এ সময় সামাজিক দূরত্ব না মানায় ও সংক্রামক ব্যাধি বিস্তারে অবহেলাজনিত কারণে অভিযান পরিচালনা করে বাংলাদেশ দণ্ডবিধি ২৬৯ ধারায় ৫ টি মামলায় মোট ১০৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান বলেন, সামাজিক দূরত্ব না মানায় ও সংক্রামক ব্যাধি বিস্তারে অবহেলাজনিত কারণে অভিযান পরিচালনা করে বাংলাদেশ দণ্ডবিধি ২৬৯ ধারায় ৫ টি মামলায় মোট ১০৮০০/- টাকা জরিমানা করা হয়। মাত্র ২ সপ্তাহ বাসায় থেকে আমাদেরকে সহযোগিতা করুন। সরকার সবসময় আপনার পাশে আছে।
Sharing is caring!