তানিম ইবনে তাহের
নরসিংদী জেলা প্রতিনিধি:
গত কয়েক দিন ধরে মনোহরদী ও হাতিরদিয়া বাজারে প্রতিকেজি পেঁয়াজ ৯৫ টাকা থেকে ১১০ টাকা দরে বিক্রি হলেও ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পরই পাল্টে গেছে চিত্র। অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি এবং মূল্য তালিকা না থাকার দায়ে কয়েক জন দোকানি কে জরিমানা করেন আদালত। অভিযানের পরপরই প্রতিকেজি পেঁয়াজ ৬০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। বুধবার বিকালে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিয়া আক্তার শিমু নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময়ে ভোক্তা অধিকার বিষয়ে দোকানিদের সচেতন করা হয়। অভিজানে সহযোগিতায় ছিলেন জনাব শাহনেওয়াজ স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, আঃ হালিম, মোঃকবির হোসেন ও উপজেলা পুলিশ ফোর্স।