তানিম ইবনে তাহের
নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল অন্বেষনের পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল অন্বেষণের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.ফজলুল হক, ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান সিদ্দিকী ও পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ মো.আমীর হোসাইন গাজী প্রমূখ।
Sharing is caring!