তানিম ইবনে তাহের
নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীর সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলিপুর গ্রামের বর্বর মরণঘাতী টেটা যুদ্ধের মূলহোতা আওয়ামীলীগ নেতা শাহজাহান মনার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) টেঁটাযুদ্ধ বন্ধ চাই, চরাঞ্চলে শান্তি চাই’ এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর মেঘনা নদী বেষ্টিত চরাঞ্চল নজরপুর ইউনিয়নের আলীপুরা গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার সাধারণ মানুষ ও ভূক্তভোগীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, অালিপুর ছিলো একটি শান্তিপূর্ন গ্রাম কিন্তু গত কয়েক বছর ধরে শাজাহান মনার নেতৃত্বে আলিপুর হয়েছে অশান্ত।ফলে জেলার সব জায়গায় আলিপুরের ইমেজ নষ্ট হয়েছে। এ সময় বক্তারা আরো বলেন মনার ইন্ধনে গ্রামের অনেক বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট চালায় তার সন্ত্রাসী বাহিনী। এছাড়াও কয়েক দফার টেঁটা যুদ্ধে অাহত হয় প্রায় শতাধিক। তাই শাজাহান মনাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে স্থানীয়রা।