জোবায়ের হোসাইন (নওগাঁ জেলা প্রতিনিধি): নওগাঁ সাপাহার উপজেলায় আজ রবিবার দুপুরের সময়, নির্বাহী ম্যাজিষ্ট্রিট ও সহকারি কমিশনার (ভূমি) সোহরাব হোসনের নেতৃত্বে একটি দল এক ঔষধের দোকানে অভিযান চালায়।
এতে সে দোকানে লক্ষাধিক টাকার অনুমোদনহীন ঔষধ পাওয়া যায়। পরে ঔষধ গুলো উপজেলা চপ্তরে নিয়ে গিয়ে ধংস করা হয়।
এসময় ঐ চিকিৎসককে ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করেন।
জানা যায়, সে সাপাহার উপজেলা সদরের কাঁচা বাজার এলাকায় আনোয়ার চৌধুরী মার্কেটে একটি দোকান ঘরে ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ ভুয়া চিকিৎসা সেবা প্রদান ও অনুমোদনহীন ঔষধ বিক্রি করে আসছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর সাখাওয়াৎ হোসেন, এস আই রেজোয়ান হোসেন সহ পুলিশ সদস্যের একটি ফোর্স ও সংবাদ কর্মীরা।
Sharing is caring!