মোঃ জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি ঢাকা জেলা
ঢাকার ধামরাইয়ে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে ম্যাংগো জুস তৈরি, বিএসটিআইয়ের ভুয়া লগো ব্যবহার ও তথ্য গোপনের অভিযোগে নিউ ভরসা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নামে একটি কারখানার ভবন মালিককে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার কেলিয়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল হক বলেন, নকল ম্যাংগো জুস তৈরি ও বিএসটিআইয়ের লোগো ব্যবহার এবং তথ্য গোপনের অপরাধে নিউ ভরসা ফুড অ্যাড বেভারেজ লিমিটেডের মালিক রফিকুল ইসলাম পালিয়ে গেলে কারখানার ভবন মালিক কিরনা আক্তার কে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং কারখানায় উৎপাদিত পণ্য ও মেশিনারিজ জব্দ করা হয়েছে।
Sharing is caring!