মোঃ জিহাদুল ইসলাম আনসারী
বিশেষ প্রতিনিধি ঢাকা জেলা
ধামরাইয়ের বাড়িল্যা গ্রামের একি পরিবারের নানা এবং নাতিন সহ তিন জন নিহত হয়েছেন।
একালবাসী আওয়ার বাংলাদেশ ২৪ ডটকম কে বলেন। নানা তার অসুস্থ নাতীন কে নিয়ে রোয়াইল বাজারে ডাঃ দেখিয়ে ফিরার পথে।
প্রবল বর্জপাতের মুখোমুখি হন।
এক পর্যায়ে বাতাসের তীব্রতার কারণে নৌকা উলটিয়ে পানিতে তলিয়ে যায়।আশেপাশে কেউ না থাকায় নৌকায় অবস্থানরত নানা নাতনি সহ তিন জনিই মৃত্যু বরণ করেন।
Sharing is caring!